Strengthening Family Planning through Advocacy project is being implemented by SERAC-Bangladesh in collaboration with Marie Stopes Bangladesh and Advance Family Planning (AFP). These voluntary working groups will advocate with union parishads, upazilla and district administrations in the districts of Mymensingh, Kishoregonj and Netrokona to improve reproductive health and family planning services for adolescents and young people by promoting the social responsibility of service providers.
মেরি স্টোপস বাংলাদেশ এবং অ্যাডভান্স ফ্যামিলি প্ল্যানিং (এএফপি) এর সহযোগিতায় সিরাক-বাংলাদেশ কর্তৃক পরিচালিত অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবা জোরদার করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে স্বেচ্ছাসেবী ওয়ার্কিং গ্রুপগুলো ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কিশোর -কিশোরী ও তরুণদের জন্য প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধি করতে সেবা প্রদানকারীদের সামাজিক দায়বদ্ধতার উদ্যোগ গ্রহন করবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট, ২০২১।
আবেদনের ফরম লিংক: https://forms.gle/jbWdY3k4gweUZ3yK7