ভলান্টিয়ার পিয়ার লিডার নিয়োগ প্রক্রিয়া স্থগিত প্রসঙ্গে।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ-সহ সারাবিশ্বে USAID-এর অর্থায়নের আওতায় পরিচালিত সকল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই প্রেক্ষিতে SERAC-Bangladesh এর USAID’s স্বপ্নযাত্রা এক্টিভিটি প্রকল্পের ভলান্টিয়ার পিয়ার লিডার নিয়োগ প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাই পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত এই প্রকল্পের সকল কার্যক্রম স্থগিত থাকবে।

সিরাক-বাংলাদেশ এর ভলান্টিয়ার পিয়ার লিডার হিসেবে আমাদের সাথে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

#USAID#SERAC_Bangladesh