• Started:2021/10/09 11:00 Ended:2021/10/09 13:00

সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

EVENT ORGANIZER:
  • 01700621921

সম্প্রতি ঝিনাইদহ জেলায় কিছু সংখ্যক বেনামী প্রতিষ্ঠান ও স্বার্থান্বেষী মহল প্রতারনার উদ্দেশ্যে অবৈধভাবে, বিনা অনুমতিতে, সিরাক-বাংলাদেশ এর ওয়েবসাইট অথবা অন্যান্য ইন্টারনেটভিত্তিক মাধ্যম হতে নাম, তথ্য, এবং খন্ডিত লোগো ইত্যাদি ব্যবহার করে, বিভিন্ন লোকজনকে ঋণ/অনুদান ইত্যাদি দেওয়ার প্রলোভন দেখিয়ে জামানতস্বরূপ বিভিন্ন জনের কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। এই ঘৃণ্য ঘটনায় আমরা হতবাক, মর্মাহত এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য ইতোমধ্যে আইনী পদক্ষেপ গ্রহন করেছি।

উল্লেখিত বিষয় নিয়ে সিরাক-বাংলাদে জনসাধারনকে সচেতন করার আহ্বান জানিয়ে আগামী শনিবার (৯ অক্টোবর, ২০২১) সকাল ১১ টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তন এ সংবাদ সম্মেলনের আয়োজন করা  হয়েছে ।

অনুষ্ঠানে সিরাক-বাংলাদেশ এর পক্ষ হতে এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হবে। কাউকে বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করা যাচ্ছে।

#IStandWithSERACBangladesh

BOOK TICKET