কৈশোর-বান্ধব পরিবার কল্যাণ সেবা সপ্তাহ-২০২২ কিশোর-কিশোরী এবং তরুণসহ সকলের জন্য প্রজনন স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কিশোর- কিশোরীদের প্রজনন স্বাস্থ্য একটি অত্যন্ত উদ্বেগের বিষয় কারণ প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও পরামর্শ সেবা গুলিতে আমাদের সীমিত আকারে অংশগ্রহণ রয়েছে। কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবায় কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য, সমস্যা সমাধান ও প্রজনন স্বাস্থ্যের উন্নতি করতে পারে। কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনে কিশোর-কিশোরীদের আগ্রহ বাড়ানো এবং কেন্দ্রের স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কিশোর-কিশোরীদের উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির লক্ষ্যে সিরাক-বাংলাদেশ পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় USAID সুখী জীবন প্রকল্পের আওতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন চারটি জেলায় (ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা) ২০ টি কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে সপ্তাহব্যাপী উদযাপন করছে কৈশোর-বান্ধব পরিবার কল্যাণ সেবা সপ্তাহ ২০২২। তারিখ: ১৭-১২-২০২২ থেকে ২১-১২-২০২২ পর্যন্ত
#AdolescentFriendlyFamilyWelfareServiceWeek2022 #USAID #ShukhiJibon #SERAC-Bangladesh #Pathfinder-International #DGFP