বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা কিশোর-কিশোরীদের ঘিরে দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক মূল্যবোধ ও অসম অবস্থানকে প্রতিফলিত করে। যেখানে বাংলাদেশে উঠতি বয়সের কিশোর-কিশোরীদের অনেক সময়ই আর্থিক বোঝা হিসাবে দেখা হয়, সেখানে সিরাক-বাংলাদেশ তরুণ-তরুনীদের স্বাবলম্বী করার পাশাপাশি তাদের জন্য নীতি-নির্ধারনীমূলক স্থানে তাদের অর্থবহ অংশগ্রহনের দৃষ্টান্ত সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।
কিশোরীদের অল্প বয়সে গর্ভধারণ, পুষ্টিহীনতাসহ নানা স্বাস্থ্যগত জটিলতার অন্যতম কারণ বাল্যবিবাহ। এ ক্ষেত্রে ঝুঁকি এড়াতে কিশোর-কিশোরীদের কাছে পরিবার পরিকল্পনার সেবা ও তথ্য এবং বাল্যবিবাহের ভয়ঙ্কর পরিণতির বিষয়টি জানানো খুবই জরুরি। বাংলাদেশ সরকার গুরুত্ব সহকারে মাঠ পর্যায়ে বাল্যবিবাহ থামাতে নানামুখী উদ্যোগ গ্রহণ করলেও ভুয়া জন্মসনদ আর কতিপয় অসাধু কাজীর কারচুপির সাহায্যে অভিভাবকেরা অনায়াসে বিয়ে দিচ্ছেন। ধরা পড়লে সাজা হচ্ছে কিন্তু বিয়ে হয়ে গেলে তা বাতিল হচ্ছে না। এমন প্রেক্ষাপটে বাল্যবিবাহ প্রতিরোধের বিকল্প নেই। তবে এ সংক্রান্ত তথ্যগুলো যারা দেবেন, তাদেরকে হতে হবে কৈশোর-বান্ধব। এ ক্ষেত্রে শুধু বিবাহিত নয় বরং সব কিশোর-কিশোরীর ওপর জরিপ করতে হবে, মেয়েরা লেখাপড়া করলে কী করতে পারবে, পরিবার কী সুবিধা পাবে, জানতে হবে তারা কী চায়, কীভাবে চায় এবং বাল্যবিবাহ নিয়ে তাদের ধারণা কী।
সরকারের উদ্যোগের পাশাপাশি সিরাক-বাংলাদেশ এর ‘প্রচেষ্টা’ প্রকল্পের মাধ্যমে অসঢ়ষরভুঈযধহমব এর সহযোগীতায় ময়মনসিংহ জেলার ৪টি উপজেলার (সদর, ত্রিশাল, গৌরীপুর, ও মুক্তাগাছা) ১৫টি করে মোট ৬০টি বিদ্যালয়ে কিশোর-কিশোরীদের ক্ষমতায়নের পাশাপাশি বাল্যবিবাহ ও যৌন-সহিংসতা নিরোধ এবং নারী ও কিশোরীদের দক্ষতা বৃদ্ধিকল্পে ২০১৫ সাল থেকে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। উল্লেখ্য, কোভিড-১৯ এর মহামারী সময় ও মহামারী উত্তরকালীন সময়ে জেলায় বাল্যবিবাহ রোধে যেকোনো পদক্ষেপ গ্রহণে সিরাক-বাংলাদেশ তথ্য-প্রযুক্তি ভিত্তিক অর্থাৎ প্রয়োজনীয় ইন্টারনেট সংযোগ সরবরাহ করে উক্ত ৪টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ১৫০০ জন শিক্ষার্থীর মধ্যে সচেতনতামূলক বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। যাতে করে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য অধিকার সম্পর্কে তাদের মতামত মূল্যায়ন করা যায় এবং বাল্যবিবাহের বিরুদ্ধে উল্লেখযোগ্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করা যায়।
উক্ত বুকলেটটি বাল্যবিবাহের বর্তমান ব্যবস্থা, সামাজিক মূল্যবোধ ও করনীয় সম্পর্কে ধারনা দিবে।
Gouripur Booklet: Gouripur_Youth Efforts to Prevent Child Marraige
Muktagacha Booklet: Muktagacha_Youth Efforts to Prevent Child Marraige
Sadar Booklet: Sadar_Youth Efforts to Prevent Child Marraige
Trishal Booklet: Trishal_Youth Efforts to Prevent Child Marraige