তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ সেবার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের তিনটি শহরে (ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ) নগর যুব কাউন্সিল গঠন প্রকল্প চালু করা হয়েছে এবং নারায়ণগঞ্জ শহরে শুরু হতে যাচ্ছে যা তরুণদের নগরের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরনের লক্ষ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের মধ্যে থেকে প্রতিনিধি মনোনয়ন ও নির্বাচনের মাধ্যমে সমবয়সীদের মনোনীত ও নির্বাচিত করে তাদের কথা, মতামত ও দাবিসমূহ সিটি কর্পোরেশনের কাছে প্রাতিষ্ঠানিকভাবে উপস্থাপন করবে যা টেকসই উন্নয়নের জন্য এবং তরুনদের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা রাখবে। উপরোক্ত লক্ষ্যসমূহ অর্জনের জন্য, প্রকল্পটির অধীনে নারায়নগঞ্জে ১৮-৩৫ বছর বয়সী ৫০ জন যুবকে সম্পৃক্ত করে অস্থায়ী টাস্ক ফোর্স গঠন করা হবে, যেন তারা নগর যুব কাউন্সিল গঠনে কর্মশালা আয়োজন, নির্বাচনী প্রক্রিয়া ও অংশগ্রহণ পদ্ধতি সম্পর্কে নগরে বসবাসকারী যুবদের অবহিত ও উদ্বুদ্ধ করতে পারে।
প্রাপ্ত আবেদনগুলোর মধ্য থেকে সিরাক-বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে ৫০ জন যুব নিয়ে ‘আরবান ইয়ুথ টাস্ক ফোর্স’ গঠন করবে। এই টাস্কফোর্স এর মেয়াদকাল নগর যুব কাউন্সিল নির্বাচনের পূর্ব পর্যন্ত থাকবে |
আবেদনের শর্তসমূহ:
১. আবেদনকারীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুসারে নারায়ণগঞ্জ নগরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বয়সসীমা: ১৮-৩৫ বছর। (৩১ মে, ২০২২ এ)
৩. স্বেচ্ছাসেবামূলক/ ক্যাম্পেইন/স্থানীয় কমিউনিটি একত্রিতকরণ কার্যক্রমের অভিজ্ঞতা
৪. পুরুষ/ নারী/ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সকলেই আবেদন করতে পারবে। উল্লেখ্য টাস্ক ফোর্স গঠণের ক্ষেত্রে জেন্ডার সমতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে।
৫. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি। তবে বিশ্ববিদ্যালয়গামী প্রার্থীদের উৎসাহিত করা হচ্ছে।
৬. আবেদনকারীদের অবশ্যই ৫ জুন, ২০২২ এর মধ্যে এই অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে এবং এই ফর্মের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি/ছবি আপলোড করতে হবে | (জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট/জন্মনিবন্ধনের স্ক্যান কপি/ছবি আপলোড করতে হবে।)
* কোন টাস্ক ফোর্স সদস্য নগর যুব কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
* টাস্ক ফোর্স সদস্যপদ সম্পূর্ণরূপে অবৈতনিক/স্বেচ্ছাসেবী পদ।
* টাস্ক ফোর্স সদস্য নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও সিরাক-বাংলাদেশ সম্মিলিতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করবে। সিদ্ধান্তের বিরুদ্ধে কোন প্রকার আপত্তি গ্রহনযোগ্য হবে না।
* সিরাক-বাংলাদেশ ও সিটি কর্পোরেশন কর্তৃক পরবর্তীতে প্রার্থীতা সংশ্লিষ্ট যেকোন প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হলে তা দেখাতে/জমা দিতে বাধ্য থাকবেন।
* আবেদন প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ বা প্রভাব বিস্তার অযোগ্যতা বলে বিবেচিত হবে।
সুবিধাসমূহ:
* টাস্ক ফোর্স সদস্যদের প্রকল্প শেষে SERAC-Bangladesh, UNDEF, UN-Habitat ও সিটি কর্পোরেশনের পক্ষ হতে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
* মাসিক/বিভিন্ন কর্মসূচিতে যোগদানের সময় স্ন্যাকস, লাঞ্চসহ রেসিডেন্সিয়াল প্রশিক্ষণে আবাসিক সুবিধা।
* এছাড়াও সরাসরি ‘জাতিসংঘের’ সদর দপ্তরের ‘ Urban Youth Councils in Bangladesh’ প্রকল্পে ও সিটি মেয়রের সাথে সরাসরি যুক্ত হয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন।
আবেদনের লিংকঃ https://forms.gle/Ld3X9aBoyaVXdqcA6